দেশের সর্বপ্রথম স্কুল ও কলেজ লেভেলের আইটি ফেস্টিভ্যাল শুরু হচ্ছে! - Go To Mars

Wednesday, July 20, 2016

demo-image

দেশের সর্বপ্রথম স্কুল ও কলেজ লেভেলের আইটি ফেস্টিভ্যাল শুরু হচ্ছে!

কেমন হয় যদি শিশু কিশোরদের প্রোগ্রামিং, কোডিং এবং আইটির মেধাগুলো বিকাশের জন্য একটা আইটি ফেয়ারের আয়োজন হয়?
তাই হচ্ছে!
২১ জুলাই আদমজী ক্যান্টনমেন্ট কলেজে শুরু হতে যাচ্ছে স্কুল ও কলেজ পর্যায়ের দেশের প্রথম আইটি ফেস্টিভাল!
ছাত্রছাত্রীদের তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞান ও মেধার বিকাশে আইটি কার্নিভাল এর আয়োজন করতে যাচ্ছে রাজধানীর স্বনামধন্য কলেজ আদমজি ক্যান্টনমেন্ট কলেজের আইটি ক্লাব!
এটিই দেশের স্কুল ও কলেজ পর্যায়ে সর্ব প্রথম আইটি কার্নিভাল।
13619973_1764098977202613_6278496716824964332_n
২১জুলাই, বৃহস্পতিবার শুরু হয়ে কার্নিভাল চলবে ২৩ জুলাই শনিবার পর্যন্ত।
অনুষ্ঠানের প্রথম দিন বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠান।
বেশকিছু মজার ইভেন্ট হিসেবে আছে,
  1. আইটি প্রোজেক্ট ডিসপ্লে
  2. স্ট্যাটিক ওয়েবসাইট ডিস্প্লে
  3. গেইমিং (পিসি)
  4. গেইমিং (মোবাইল)
  5. এক্সট্রিমপোর স্পিচ অন আইটি
  6. প্রোগ্রামিং কন্টেস্ট
  7. আইটি কুইজ কম্পিটিশন
  8. আইটি অলিম্পিয়াড
  9. "গ্রাফিক্স অ্যান্ড প্রোজেক্ট ডিজাইন" বিষয়ে সেমিনার
দ্বিতীয় দিন সকাল ৯-১০টা পর্যন্ত প্রবেশ ও প্রজেক্ট সেটআপ, ১০টা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলবে আইটি প্রজেক্ট প্রদর্শনী, আইটি অলিম্পিয়াড, আইটি কুইজ কম্পটিশিন (প্রথম পর্যায়) ও প্রোগামিং কনটেস্ট। এরপর দুপুর ২ টা পর্যন্ত দুপুরের খাবারের বিরতি। ২-৪টা পর্যন্ত আইটি বিষয়ের ওপর উপস্থিত বক্তৃতা।
এছাড়া একই সঙ্গে সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কম্পিউটারে গেমিং প্রতিযোগিতা চলবে। এ পর্যায়ে নিড ফর স্পিড, কল অব ডিউটি ৪, ফিফা-১৬ গেমটি খেলা হবে। প্রতিযোগিতার তৃতীয় দিন যথারীতি সকাল ৯টায় প্রবেশ। ১০-১২টা আইটি কুইজ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
এদিনের অন্যান্য প্রোগামের মধ্যে রয়েছে সকাল ১০-০১টা মোবাইল ও পিসি গেমিং প্রতিযোগিতা। এছাড়াও রয়েছে সেমিনার গ্রাফিক্স অ্যান্ড প্রজেক্ট ডিজাইন। দুপুর ৩:৩০-৫টা পর্যন্ত সমাপনী অনুষ্ঠান চলবে।
আরও জানতে ভিজিট করুন তাদের ইভেন্ট পেইজ, https://www.facebook.com/events/907834162668322/
 অনুষ্ঠানের প্রিন্ট মিডিয়া পার্টনার ঢাকাটাইমস এবং মিডিয়া পার্টনার সময় টিভি। রেডিও পার্টনার হিসেবে আছে ফুর্তি। স্ন্যাক্স পার্টনার হিসেবে আছে ম্যাগি, অনলাইন নিউজ পার্টনার হিসেবে আছে জাগো নিউজ ২৪ ডট কম।
স্পন্সর হিসেবে আছে বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন ও প্রাণ মি. ম্যাংগো।

No comments:

Post a Comment

পৃষ্ঠাসমূহ

Contact Form

Name

Email *

Message *