আপনার ফোনে OTG আছে কি না এখনি চেক করে নিন ছোট্ট এই অ্যাপ দিয়ে। আর OTG সাপোর্ট না করলে সাপোর্ট করিয়ে নিন। - Go To Mars

Saturday, July 23, 2016

আপনার ফোনে OTG আছে কি না এখনি চেক করে নিন ছোট্ট এই অ্যাপ দিয়ে। আর OTG সাপোর্ট না করলে সাপোর্ট করিয়ে নিন।

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।
N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।
আমি যেহেতু সাইট,গ্রুপ,পেজ,ব্লগে কাজ করি সেহেতু অনেকদিন হলে অনেকেই মেছেজ করছিলেন ফোনে ওটিজি আছে কি না সেইটা চেক করবো কিভাবে।নরমালি অনেকের মনে আসতেই পারে ফোনের কনফিগ দেখলেই তো পাওয়া যায়।কিন্তু অনেকেই হয়তো অনেক ব্রান্ডের ফোন ইউজ করেন সেগুলোর রিভিউ হয়তো নেটে ঠিক ভাবে পাওয়া যায় না।আর ওটিজি চেক করতে কি বাজার থেকে ওটিজি কেবল কিনবেন নাকি? হ্যা তাদের কথা মাথায় রেখে অনেক খুজে খুজে ভাল একটা ওটীজি চেকার অ্যাপ পেলাম।সত্যি কথা বলতে অনেক ধরনের পাওয়া যায় আর তাদের মধ্য সিম্পল এবং বেস্ট এইটায় মনে হইছে।
কি কি থাকছে ছোট্ট এই অ্যাপে।
OTG চেকার।
OTG ভার্সন ও হার্ডওয়ার ভার্সন।
OTG সিগন্যাল চেক।
Browse USB OTG Storage.
ডিভাইস হার্ডওয়ার,সফটওয়্যার ভার্সন।

সহ অনেক ফিচার আছে এই ছোট্ট অ্যাপে যা ব্যবহার না করা পর্যন্ত বুঝবেন না।শুধু বলবো ডাউনলোড করে নিন আশাহত হবেন না।

আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আবার আপনার ফোনে যদি OTG  SUPPORT না করে তাহলে নিচের অ্যাপটি নামিয়ে নিন।
এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে টিউমেন্টে জানান।
ধন্যবাদ।

No comments:

Post a Comment

পৃষ্ঠাসমূহ