“DU Meter” এর সর্বশেষ ভার্সন [অ্যাক্টিভেটর সহ] (For Computer) - Go To Mars

Thursday, July 28, 2016

“DU Meter” এর সর্বশেষ ভার্সন [অ্যাক্টিভেটর সহ] (For Computer)

আসসালামু আলাইকুম।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো “DU Meter” এর সর্বশেষ ভার্সন।
আমরা যারা কম্পিউটারে নেট ইউজ করি তাদের কাছে “DU Meter” একটি পরিচিত সফটওয়্যার।। এই সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনি কতো স্পিডে নেট ব্রাউজ করছেন।। অনেকটা অ্যাড্রয়েডের ইন্টারনেট স্পিড মিটারের মতো।। আজকে আমি নিয়ে এলাম এই কাজের অ্যাপটির সর্বশেষ ভার্ষন।। নিচের ধাপ অনুসারে ইন্সটল করে উপভোগ করতে থাকুন এই অ্যাপটি।।
ইন্সটল ও অ্যাকটিভ করার প্রক্রিয়াঃ
প্রথমে নিচের লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে এক্সট্রাক্ট করেন।
তারপর Setup ফোল্ডার থেকে DUMeter-Install এ ক্লিক করে ইন্সটল করেন তবে ভুলেও রান/লঞ্চ করাবেন না।।
তারপর আপনার পিসির অ্যাটিভাইরাস বন্ধ করে Activator ফোল্ডারে ঢুকে অ্যাকটিভেটর রান করান।।
তারপর অ্যাকটিভ বাটরে ক্লিক করে সাকসেসফুল ম্যাসেজ আসা পর্যন্ত অপেক্ষা করেন।।
কাজ শেষ।
ডাউনলোড লিংক :Click Here.
[ডাউনলোড করার সময় টিক টা উঠিয়ে Download এ ক্লিক করবেন ]
Download হয়ে গেলে ইন্সটল করে ওপেন করুন।
যদি কোন সমস্যা হয় আমাকে জানাতে পারেন।
তাহলে আজকে আর নয়। অনেক বক বক করলাম। আজকের মত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন ছোটো ভাই হিসেবে।

No comments:

Post a Comment

পৃষ্ঠাসমূহ